Date : 2024-05-15

মুক্তি পেল অদিতি মুন্সির কন্ঠে নতুন গান “সাজাও ঝুলনা”।

রাকেশ নস্কর : সাংবাদিক সঙ্গীতম নিবেদিত “বারো গানে বর্ষযাপনের” চতুর্থ গান “সাজাও ঝুলনা”। গানটি লিখেছে বারিষ আর সুর করেছে রনজয় ভট্টাচার্য। প্রত্যেক মাসে ১২ তারিখের মত এ মাসের ১২ই আগস্ট অর্থাৎ আজ মুক্তি পাবে অদিতির গাওয়া অরিজিনাল কীর্তন “সাজাও ঝুলনা”। অদিতি মুন্সির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গান, এই মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছে জিৎ চক্রবর্তী। জিতের কথায় ” আগে একটি সিনেমা করতে গিয়ে ওর সাথে আমার সামনাসামনি আলাপ হয়, সেই সিনেমাতে একটি গানের দৃশ্যে ও অভিনয় করে গান গাওয়ার পাশাপাশি। তখন থেকে কথা হচ্ছিল আবার একসাথে কাজ করার, বারো গানে বর্ষযাপনের – সময় থেকেই আমার সাথে কথা হচ্ছে একটা গান করব একসাথে, ফাইনালি ঝুলনের গান করলাম। দারুন মজা করে শুট করেছি সঙ্গে অভিনয় করেছি “। বারিষের কথায় “ভক্তিমূলক গান শুনতে দারুন লাগে, কিন্তু কখনো যে লেখার সুযোগ পাবো ভাবিনি, তাও আবার অদিতিদির সাথে ।

আমি আমার বেস্ট দিয়ে লেখার চেষ্টা করেছি এবার আপনাদের ভালবাসার অপেক্ষায়।” অদিতির এই বারো গানে বর্ষযাপনের ভাবনার যাত্রা শুরু হয়েছে ১২ ই মে থেকে, বাংলার সমস্ত গুণী সংগীত জগতের মানুষেরা একসাথে যুক্ত- ইন্দ্রদীপ দাশগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, জয় সরকার, প্রত্যুশ ব্যানার্জি, সৌম বসু থেকে শুরু করে রনজয় ভট্টাচার্য, রাহুল, দোহার, সৌরেন্দ্র সৌমজিৎ, বারিষ, শ্রীজাতদা এবং আরো অনেকে। অদিতির কথায় ” সব গানের অরিজিনাল হলে, কীর্তনের শুধুমাত্র কভার কেন হবে?” সেই ভাবনা থেকে ইংরেজি প্রতিমাসের ১২ তারিখ অদিতির ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে একটি করে নতুন মৌলিক কীর্তন আঙ্গিকের ভক্তিমূলক গান। রনজয় এই আঙ্গিক এর গান করতে গিয়ে বলেছে” এই কাজটা করতে গিয়ে অনেকটা এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি, একদিকে যেমন শ্রীখোল, তবলা বেজেছে তার পাশাপাশি গিটার এবং ড্রামস বেজেছে। একটা কনটেম্পোরারি সাউন্ড স্কেপ তৈরি হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। “