Date : 2024-05-10

Mobile Addiction : মুঠো ফোনে সমস্যায় শৈশব

নাজিয়া রহমান সাংবাদিক

করোনাকালের সঙ্গী এখন শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে বড় শত্রু। স্মার্টফোন বা মুঠোফোন। যার ক্লিকেই পৃথিবী হাতে মুঠোয়। আর এই শত্রুর হাত থেকে ছাত্রছাত্রীদের কি ভাবে রেহাই মিলবে তা নিয়ে ভাবিত শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক প্রত্যেকেই।

করোনাকালে শিক্ষার্থীদের একমাত্র সঙ্গী হয়ে উঠেছিল মোবাইল। অনলাইনে ক্লাস হোক বা ইন্ডোর গেম মোবাইলই একমাত্র ভরসা হয়ে উঠেছিল। তবে এই মোবাইল করোনাকালে অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের স্বস্তি দিলেও। এই মোবাইলই বর্তমানে মাথা ব্যাথা। মোবাইলে পড়ুয়াদের তীবৃর আশক্তি। আর তাতেই স্বভাবগত ভাবে নানা পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে বলেও মত শিক্ষকমহলে অনেকের। পড়াশোনার প্রতি মনোযোগও কমছে বলেও মত তাদের।

Mobile Addiction

মোবাইলে সন্তানের আসক্তিতে চিন্তায় অভিভাবকেরাও। মোবাইল ব্যবহারে বাধা দিলেও তা শুনছে না ছেলেমেয়েরা বলেই মত অভিভাবকদের।

মোবাইল থেকে ছাত্রছাত্রীদের মুখ ফেরাতে স্কুলের পাশাপাশি অভিভাবকদেরও নজর হবে বলেও মত শিক্ষকমহলের।

স্মার্টফোন যে শুধু পড়াশোনায় প্রভাব ফেলছে তা নয়। ছাত্রছাত্রীদের শারীরিক অনেক ক্ষতি করছে বলে মত চিকিৎসকদের। অনেকটা সময় স্মার্টফোনের স্ক্রিনে চোখ থাকায় চোখ লাল হওয়া বা চোখ থেকে জল পড়ার ঘটনাও ঘটছে। দৃষ্টিশক্তিও দুর্বল হচ্ছে। তাই চিকিৎসকদের পরামর্শ, সন্তানদের পর্যাপ্ত সময় দিন। তাদের অন্য খেলায় ব্যস্ত রাখুন।