Date : 2024-05-13

টেট পরীক্ষায় বাড়তি পরিবহন

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- রবিবার প্রাথমিক টেট পরীক্ষার দিন বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল। রবিবার নিয়ম মতো সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। তবে এদিন প্রথম মেট্রো শুরু হতে চলেছে সকাল ৬টা ৫০ থেকে। দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষগামী ব্লু লাইনে রবিবার সাধারণত ১৩০ টি মেট্রো চলে। টেট পরীক্ষার জন্য এদিন চলবে ২৩৪ টি ট্রেন। ১১৭ টি আপ ও ১১৭ টি ডাউন। ওই দিন টেট পরীক্ষা ছাড়াও রয়েছে ‘লক্ষ কণ্ঠে গীতা’র কর্মসূচী।

স্বাভাবিকভাবেই বাড়তি মেট্রো পরিষেবা থাকায় যাতায়াতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তবে শুধু মেট্রো পরিষেবা নয়, বাড়তি বাস চালানো হবে শহর, শহরতলিতে ও জেলাতেও বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। এদিন সকাল থেকে বাড়তি সরকারি বাস যেমন চালানো হবে তেমনই পরীক্ষাকে কেন্দ্র করে বাড়তি বেসরকারি বাসও চালানো হবে বলে বাস মালিক সংগঠন সূত্রে জানা গেছে। টেটের দিন পূর্ব শাখা ও দক্ষিণ- পূর্ব শাখায় বাড়তি ট্রেন চালানো হতে পারে সূত্রের খবর। এদিন বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত চলবে প্রাথমিকের টেট পরীক্ষা। ফলে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছতে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।