Date : 2024-05-04

ছিনতাই রুখতে “অটো প্যাট্রোলিং” পুলিশের

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- দীর্ঘদিন ধরেই কলকাতা পুরসভার ১৬, ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েক জায়গায় ছিনতাইয়ের ঘটনা পুলিশের খাতায় উঠে আসছে। উত্তর কলকাতার এই সব ওয়ার্ডগুলোর বেশ কয়েক জায়গার সংকীর্ণ গলিতে সন্ধে নামলেই বেড়ে যাচ্ছে ছিনতাইবাজদের দাপট। চুরি, ছিনতাই রুখতে এবার অটোয় চেপে এলাকার নজরদারি চালাচ্ছে বটতলা থানার পুলিশ। এই সব এলাকা থেকে বেশ কয়েকটি ছিনতাই, পকেটমারীর অভিযোগ পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। ফলে এই সব এলাকায় বিশেষভাবে বাড়তি নজরদারি চালানো শুরু হয়েছে। বিগত ১০ দিন ধরে অটোয় এলাকা নজরদারি চালানো হচ্ছে।

বিকেল ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত প্যাট্রোলিং করা হচ্ছে। একজন অফিসারের তত্ত্বাবধানে ২-৩ জন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে চলছে নজরদারি। বাইক বা পায়ে হেঁটে এলাকায় নজরদারি পুলিশ সাধারণত করে থাকে। তবে অটোয় এই প্রথম। অটোয় প্যাট্রোলিং করলে বেশ কিছু সুবিধা রয়েছে বলে মনে করছে পুলিশের একাংশ। সংকীর্ণ রাস্তায়, যেখানে বড় গাড়ি ঢুকতে পারে না সেখানে অনায়াসে অটো যেতে পারে। পাশাপাশি অটোয় থাকা যাত্রীরা সহজে নজরে আসে না পথচলতি সাধারণ মানুষের। সাদা পোশাকে নজরদারি করলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছে পুলিশ। এই পন্থায় নজরদারি চালিয়ে ফলও পাওয়া গেছে হাতেনাতে। বটতলা থানায় দায়ের হওয়া ২ টি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৪ ছিনতাইকারীকে। সামনেই লোকসভা নির্বাচন, এর মধ্যে এই অনন্য পন্থায় এলাকার নজরদারি খানিকটা হলেও অপরাধ কমাতে সাহায্য করবে বলে মনে করছে পুলিশ।