ওয়েব ডেস্ক : দাদা সাহেব ফালকে পুরষ্কারে ভূষিত হলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।রবিবার রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দ তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন।সিনেমা জগতের এই সর্বোচ্চ সম্মান গ্রহন করতে গিয়ে বিগ বি জানান ‘’দাদা সাহেব ফালকেতে আমার নাম ঘোষণার পর থেকেই মনে একটা সন্দেহ দানা বাঁধছিল।আমি ভাবলাম আমি যাতে অবসর নিই এবং বাড়িতে বসে আরাম করি এটা তারই ইঙ্গিত।কিন্তু এখনও কিছু কাজ পড়ে রয়েছে যা আমি সম্পূর্ণ করতে চাই এবং আমি আশা করি ভবিষ্যতেও আমি কাজ পাব।আমি শুধু এটা পরিষ্কার করতে চাইলাম’’।
তাঁর এই পুরষ্কারের জন্য সমস্ত কলাকুশলী এবং দর্শকবৃন্দকে ধন্যবাদও জানান বিগ বি।১৯৬৯ সালে সাত হিন্দুস্তানী ছবির মধ্যে দিয়ে চলচিত্র জগতে আত্মপ্রকাশ করেন অমিতাভ বচ্চন। এদিন পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তাঁর পাশাপাশি স্ত্রী জয়া বচ্চন এবং অভিযেক বচ্চনও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ভবনে।