Date : 2022-11-27

লন্ডনের মিউজিক ক্লাবে আগুন

ওয়েব ডেস্ক : লন্ডনের মিউজিক ক্লাবে আগুন।সোমবার লন্ডনের কোকো নামের মিউজিক ক্লাবে আগুন লাগার ঘটনা ঘটে।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয় প্রায় ৬০ টি দমকলের ইঞ্জিন।ঘন্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রনে আনা হয় আগুন। ভিডিও ফুটেজে ক্লাবের ছাদ থেকে আগুন এবং ধোঁয়ার ছবি বেরোতে দেখা যায়। বর্তমানে এই মিউজিক ক্লাবটি ১৯০০ শতকে কামডেন থিয়েটার প্যালেস নামে পরিচিত ছিল। যেখানে একদা ম্যাডোনা থেকে শুরু করে ব্রুনো মার্স, প্রিন্স, কেইলি ওয়েস্টের মত বিখ্যাত গায়কেরা গান গেয়েছেন।

আরও পড়ুন : বাতিল ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে বিরাট কোহলিকে প্রতিকৃতি উপহার ক্রিকেটপ্রেমীর

নতুন ভাবে খোলার আগে বর্তমানে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছিল থিয়েটারটিতে।তার মধ্যেই ঘটে গেল এই ঘটনা।