Date : 2024-03-19

ওড়িশা হয়ে বাংলার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আমপান, রাজ্যের সাতটি জেলায় চালাতে পারে তাণ্ডব

ক্রমশ এগিয়ে আসছে সে। ক্রমশ ওড়িশা হয়ে বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমপান। তার নামের উচ্চারণ নিয়ে যতই মতপার্থক্য থাকুক না কেন, একটা বিষয়ে মোটামুটি সবাই নিশ্চিত যে ক্ষয়ক্ষতির প্রশ্নে সে রেয়াত করবে না। কতটা ভাঙবে, কতটা গর্জাবে সে সময়ই বলবে। তবে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তার যা গতিপ্রকৃতি তাতে দিঘা থেকে ৫১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। এর অভিঘাতে নামখানা, বককালি, ফ্রেজারগঞ্জ-সহ উপকূলীয় অঞ্চলগুলিতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আবহবিদদের বক্তব্য অনুযায়ী, বুধবার বিকেল থেকে সন্ধের মধ্যে পশ্চিমবঙ্গের দিঘা থেকে বাংলাদেশের হাতিয়ার মধ্যবর্তী কোনও অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। তার আগে যাত্রাপথে তার তাণ্ডবের চিহ্ন রাখতে পারে আমপান। ওড়িশার দিকে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে না। তবে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ পশ্চিমবঙ্গের সাতটি জেলায় ভালোই তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড়টি।