Date : 2024-04-26

Cinema Hall Open : অক্টোবর থেকেই খুলবে প্রেক্ষাগৃহ, ঘোষণা উদ্ধব ঠাকরের

রিমা দত্ত, নিউজ ডেস্ক : 22 অক্টোবর থেকে প্রেক্ষাগৃহ খুলছে মহারাষ্ট্রে। শনিবার জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সচীবালয় থেকে। যদিও করোনা বিধি মেনেই প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। এছাড়াও এদিন আরও বলা হয়, 7 অক্টোবর থেকে সাধারণদের জন্য খুলে দেওয়া হবে ধর্মীয়স্থান গুলি। শনিবার রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন, শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত, পরিচালক রোহিত শেট্টি, কুণাল কাপুর একাধিক নাট্য ব্যক্তিত্ব।

করোনার প্রথম ঢেউ-এর তুলনায় মহারাষ্টে করোনায় তৃতীয় ঢেউ-এর প্রভাব ছিল সবচেয়ে বেশি আর এই সংক্রমণের কথা মাথায় রেখেই দীর্ঘ দিন ধরে মহারাষ্ট্রের একাধিক প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছিলেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত মানুষজনেরা। অনেক ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মেই দেখানো হচ্ছে তাঁদের ছবি। এর আগেও লকডাউনের জেরে বহুদিন বন্ধ ছিল থিয়েটার হল গুলি। তার জেরে স্বাভাবিক ভাবে অর্থিক সমস্যায় পড়েছিলেন তাঁরা। শুধুমাত্র তাদের কথা ভেবেই আগামী 22 অক্টোবর থেকে ফের খোলা হচ্ছে প্রেক্ষাগৃহ গুলি।