Date : 2024-04-26

পেন্টাগনের হুঁশিয়ারি, লাদাখে ফের ছক কষছে চিন

ফের একবার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ছক কষছে চিন। পেন্টাগনের এক রিপোর্টে উঠে এল এমন সতর্কবার্তাই। পেন্টাগনের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরবার প্রায় ৩ হাজার ৪৪৮ কিলোমিটার জায়গা জুড়ে চিনা সেনার দাপট বাড়ছে। এর আগে বহুবার লাদাখ, অরুণাচলপ্রদেশে যুদ্ধ হয়েছে দুই দেশের সেনার সঙ্গে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে ভারতকে বেকায়দায় ফেলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চিন। ২০২০-র মে মাস থেকেই সেই লক্ষ্যে একটু একটু করে এগোচ্ছে চিন। দিন কয়েক আগেই পরমাণু অস্ত্র ভান্ডার বাড়ানো নিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। বার্ষিক রিপোর্টে সেই আশঙ্কার কথা উসকে দেওয়া হয়েছে। তথ্য বলছে, দ্রুত পরমাণু শক্তিবৃদ্ধি করে চলেছে চিন।

আগামী ২০২৭ সালের মধ্যে প্রায় সাতশোরও বেশি পরমাণু অস্ত্র পাবে চিন। আর ২০৩০ সালের মধ্যে প্রায় হাজারে ছাড়িয়ে যাবে সেই সংখ্যা। এর পাশাপাশি অরুণাচলপ্রদেশে চিনা সেনার আধিপত্য বিস্তার করার কথাও বলা হয়েছে। সেখানে ধীরে ধীরে একটি গ্রাম তৈরি করে ফেলেছে চিনা সেনা। সেখানে একটি নদীর তীরে প্রায় একশোরও বেশি ঘরবাড়ি তৈরি করার কথা বলা হয়েছে ওই রিপোর্টে। সব মিলিয়ে নিয়ন্ত্রণরেখায় চিনের দাদাগিরিতে ভারত যে ফের বেকায়দায় পড়বে, তা স্পষ্টতই বোঝা গিয়েছে পেন্টাগনের বার্ষিক রিপোর্টে।