Date : 2024-05-09

মনিপুরে নির্বাচনের দিন বদল

রিমা দত্ত, নিউজ ডেস্কঃ বৃহস্পতিবারই ছিল উত্তরপ্রদেশের প্রথম দফার ভোটগ্রহন। নির্বাচনের কয়েকদিন আগেই ভোটের দিন বদল হল মনিপুরে। দুই দফায় ভোট হওয়ার কথা মনিপুরে। ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ, এই দুটি দিনেই নির্বাচনের কথা ঘোষণা করেছিল কমিশন। তবে, বৃহস্পতিবার কমিশনের তরফে বদল করা হল ভোটের দিন। ২৭ শের বদলে ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ হবে ভোট। এর আগে পাঞ্জাবের ভোট ঘোষণার পর দিন বদলাতে দেখা গিয়েছে। আর এবার মনিপুরে। তবে উত্তর- পূর্বের এই রাজ্যে ভোটের দিন বদলের দাবি আগেই জানানো হয়েছিল। কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী, মনিপুরে প্রথম দফার ভোট হবে ২৮ ফেব্রুয়ারি ও দ্বিতীয় দফার ভোট হবে ৫ মার্চ।কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে, সব দিক খতিয়ে দেখেই তবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৭ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট হওয়ার কথা ছিল। ওই দিন রবিবার হওয়ায় অনেকেই ওই দিন চার্চে গিয়ে প্রার্থনা করেন। ফলে ভোটে তার প্রভাব পড়বে বলে দাবি কমিশনের। নির্বাচন কমিশনের তরফে দিন বদলের দাবি খারিজ করে দেওয়া হয়। এর ফলে কমিশনের বিরুদ্ধে সরব হয় আটসুম। তাদের অভিযোগ ছিল, নাগরিক সমাজ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের আবেদনের পরেও দিন বদল হয়নি। পঞ্জাব বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর, নির্বাচন কমিশন তা বদল করে। এরপরই মণিপুরে নির্বাচনের দিন বদলের দাবি আরও জোরালা হয়েছিল। অবশেষে ১০ ফেব্রুয়ারিতেই নতুন দিন ঘোষণা করল কমিশন। প্রথমে ১৪ ফেব্রুয়ারির ভোটের দিন ঠিক হলেও পঞ্জাবে ভোটগ্রহণের দিন বদল করে ২০ ফেব্রুয়ারি করা হয়। ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী। এই সময় পঞ্জাবের বহু মানুষ উত্তর প্রদেশের বারাণসীতে যান। অনেকেই রাজ্যে থাকেন না। ফলে ভোটে তার প্রভাব পড়তে পারে।