Date : 2024-04-26

পরিচারিকাকে অপহরণের চেষ্টা ও হুমকির অভিযোগ মামলায় CID তদন্তের আদালতকে বিপথে পরিচালনার অভিযোগে DGP র রিপোর্ট তলব করলেন বিচারপতি রাজা শেখর মান্থা

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক :- আদালতের নির্দেশ নামায উল্লেখ করেছেন বিচারপতি রাজা শেখর মান্থা , গত ১৯ শে এপ্রিল বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু যে রিপোর্ট পেশ করেছেন তাতে তিনি একাধিক খামতির কথা উল্লেখ করেছেন ।
যদিও নথি দেখে আদালত মনে করছে যে আরো বহু খামতি এই মামলায় আছে যেটা অতিরিক্ত পুলিশ সুপার উল্লেখ করেননি।
রাজ্যের আইনজীবী জানিয়েছেন যে ১৯ শে এপ্রিল এই রিপোর্টকে অনুমোদন দেওয়ার পর সুপার ছুটিতে গেছিলেন।
আদালতের কাছে এটা স্পষ্ট নয় যে কেন সুপার নিজে এই রিপোর্টে স্বাক্ষর করেননি।
যদি এস.পি অফিসের তরফ থেকে অতিরিক্ত সুপার স্বাক্ষর করেন তাহলে সেটা উল্লেখ করা উচিত ছিল। তদন্তকারী অফিসার অর্ণব চক্রবর্তী সবেমাত্র কনস্টেবল থেকে এ এস আই পদে প্রমোশন পেয়েছেন।
তাই এই মামলা উচ্চপদস্থ কোন পুলিশ আধিকারিকের দেখা উচিত।

নরেন্দ্রপুর থানার কাছ থেকে মামলা নিয়ে সিআইডি কে হস্তান্তর করার নির্দেশ বিচারপতি রাজাশেখর মানথার।
তদন্তকারী অফিসারের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় তদন্ত করতে হবে।পাশাপাশি
এই মামলার সব নথি, নরেন্দ্রপুর থানার আইসি – র রিপোর্ট এবং ১৯ শে এপ্রিলের রিপোর্ট অবিলম্বে ডিজিপি কে পাঠাতে হবে।
এই মামলা সিআইডি কে হস্তান্তর করা হলো।
ডিজিপি চাইলে অতিরিক্ত চার্জশিট বা নতুন করে চার্জশিট পেশ করতে পারে।

৭ ই জুনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কে।