Date : 2024-04-26

গান্ধিমূর্তির পাদদেশে নতুন করে ধর্ণা নয় সাফ জানালো হাই কোর্ট

গান্ধিমূর্তির পাদদেশে নতুন করে ধর্ণা নয় সাফ জানালো হাই কোর্ট

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: গান্ধী মূর্তির পাদদেশে ধর্না চালিয়ে যেতে পারবেন না টেট চাকরিপ্রার্থীরা। নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার তাঁদের ধর্না অবস্থান কর্মসূচি অনুমতি দিল না উচ্চ আদালত।

২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা গান্ধী মূর্তির তলায় ধর্না কর্মসূচি করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। পুলিশ সেই অনুমতি দেয়নি। চাকরিপ্রার্থীরা হাই কোর্টে আসেন। গত ১৬ সেপ্টেম্বর বিচারপতি রাজাশেখর মান্থা ৫ দিনের জন্য ওই কর্মসূচির অনুমতি দিয়েছিল। ফলে ২১ সেপ্টেম্বর ওই সময়সীমা শেষ হয়েছে।

ফের ধর্না কর্মসূচি করতে চেয়ে হাই কোর্টে আসেন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলে ৫ দিনের জন্য কেন বসলেন? আদালতের নির্দেশ তো মানা হয়েছে। সিঙ্গল বেঞ্চের আগের রায়কে চ্যালেঞ্জ করতে পারতেন। তা না করে ফের অনুমতি চাওয়া হচ্ছে।

এর পরই টেট চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত।