Date : 2024-04-26

বিদায় আল রিহালার, সেমিফাইনাল থেকে আসরে আল হিলম

বিশ্বকাপের শেষ চারটি ম্যাচের জন্য বদলে যাচ্ছে ফিফার বল। এতদিন ফুটবল বিশ্বকাপের খেলা হত আল রিহালা বলে। এবার সেমিফাইনাল এবং ফাইনালের খেলা হবে আল হিলম ফুটবলে{ কাতার বিশ্বকাপে বহুযুদ্ধের শেষে, সেমিতে এসেছে চারটি দল। আর রিহালা বল নিয়ে এবছর কোনও বিতর্কই হয়নি। অন্যান্যবার জাবুলানি বা ব্রাজুকার গতিবিধি, পালিশ নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু হাজারো বিতর্কের কাতারে, আল রিহালাকে নিয়ে কিন্তু কোনও প্রশ্নেরই অবকাশ হয়নি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মেসি, মদ্রিচদের সফরসঙ্গী ছিল আল রিহালা বল। যার আরবিক অর্থ যাত্রা বা সফর। আল রিহালার সফর শেষে এবার শুরু স্বপ্নপূরণের পালা। তাই আরবিক অর্থ নামাঙ্কিত অল হিলমকে বিশ্বকাপের শেষ চারটি ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে। আল হিলম শব্দের অর্থ স্বপ্ন। আক্ষরিক অর্থেই যা পূরণের জন্য মাঠে নামবেন লিওনেল মেসি, লুকা মদ্রিচ, হাকিম জিয়েচ, অলিভার জিরুরা। 2006 সালের 145 গোল এবং 2010 সালের 147 গোলের ট্যালি অতিক্রম করে এবার আল রিহালা বল জালে জড়িয়েছে 158 বার। যা ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। আল হিলম আসার পরেও ফিফার গো ফর গোলের স্লোগান মেনে বল আরও বেশি জালে জড়ায় কিনা তার উত্তর দেবে সময়। তবে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আল রিহালার বলের দ্বারা রেফারির যথেষ্ট উপকৃত হয়েছেন। দ্রুত অফ সাইড বা গোলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া গেছে। তাই আল রিহালাকে গুডবাই জানানোর সময় এলেও ফুটবল বিশ্ব তাকে বলছে ওয়েল ডান।