Date : 2024-05-01

২০২৩ সালে পশ্চিমবঙ্গে ১৪ টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সুচারু মিত্র ,সাংবাদিক : ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার ২০২৩ সালে পশ্চিমবঙ্গ জুড়ে ১৪ টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪২ টা লোকসভা কেন্দ্রকে 14 টা ক্লাস্টারে ভাগ করা হয়েছে, আর সেই সমস্ত জায়গাগুলোতেই প্রধানমন্ত্রী জনসভা করবেন, এখন থেকেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে বলা হয়েছে প্রধানমন্ত্রী কোথায় কোথায় সভা করবেন তার জন্য স্থান নির্দিষ্ট করতে। যেখানে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন সেখানে সেখানে দু সপ্তাহ আগে থেকে প্রচার চালাবে বঙ্গ বিজেপি নেতারা। বিজেপি সাংসদদের বাড়তি দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ মূলক বিষয়গুলোকে প্রচার করার জন্য বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিমধ্যেই হুগলির চন্ডীতলাতে একটি সভা করবার জন্য অনুমতি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তিনি নিজে সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গ যেন ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হট টার্গেট। বাংলায় এবার নিজে নজর দিতে চাইছেন প্রধানমন্ত্রী