Date : 2024-05-26

ঘনঘটার মুর্শিদাবাদে সকাল থেকেই ভোট ময়দানে সেলিম

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: তৃতীয় দফায় ভোট চলছে মুর্শিদাবাদে। আর এই দফায় রাজ্যে রয়েছেন বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। যেমন মহম্মদ সেলিম। সকাল থেকেই ভোট ময়দানে ফাইটার মুডে আছেন সেলিম।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সকাল থেকেই রণং দেহী মেজাজে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। বুথে বুথে ঘুরে ভুয়ো ভোটার ধরিয়ে দিচ্ছেন তিনি। সকালেই গোপীনাথপুর এলাকায় এক জাল এজেন্টকে ধরিয়ে দিয়েছেন তিনি। এরপর আরও এক ভুয়ো ভোটার/ এজেন্টকে ধরে বুথ থেকে বার করে পুলিশের হাতে তুলে দিনেন সেলিম।

অন্যদিকে গোপীনাথপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেলিমকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।
মুর্শিদাবাদের ইসলামপুর থানার মরিচা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে।

মুর্শিদাবাদের গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট হাতেনাতে ধরার পর গ্রামের ভিতর পরিদর্শন করেন তিনি। পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পাশাপাশি, এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেন ভোট দিতে যাওয়ার জন্য।

ভোটের প্রচারে বেরিয়ে শান্তি পূর্ণ ভাবে ভোটের কথা বলেছেন তিনি। তবে সকাল থেকেই যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে তাতে করে বাকি সময়ে কতটা শান্তি পূর্ণ ভাবে ভোট হয় সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন : মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদেই। সকাল থেকেই সন্ত্রাসের অভিযোগ