Date : 2021-10-29

বলিউডে ফের বিয়ের সানাই, জুটি এবার শ্রদ্ধা-রোহন

ওয়েব ডেস্ক: অনুষ্কা-বিরাট, দীপ-বীর, নিক-প্রিয়াঙ্কা… বি-টাউনে শেষ হচ্ছে না বিয়ের মরশুম।

রণবীর-আলিয়ার কেমিস্ট্রি সলভ হতেই শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে শুরু হয়েছে জল্পনা।

সূত্রের খবর, ফারহান আখতারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর শ্রদ্ধা আপাতত সেলিব্রিটি ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

একে অপরকে বহুদিন ধরে জানলেও ২০১৮ থেকে তারা ব্যক্তিগত সম্পর্কে আবদ্ধ হন।

ইতিমধ্যে বিয়ে নিয়েও উৎসাহ দেখিয়েছেন শ্রদ্ধা।

ফারহান আখতারের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেননি তার বাবা শক্তি কাপুর।

ফারহানের সঙ্গে সম্পর্ক নিয়ে বাবা-মায়ের অমতে বাড়ি ছেড়েও চলে যান তিনি।

এর আগে ফারহানের আরও একটি বিয়ে হয়েছিল। এমনকি দুটি সন্তানও আছে তার।

এসব কারণেই ফারহানকে নিয়ে আপত্তি ছিল শ্রদ্ধার পরিবারের।

সম্পর্ক ভাঙার পর তাই আর দেরি না করে রোহন শ্রেষ্ঠাকে বিয়ে করে নিতে চাইছেন শ্রদ্ধা কাপুর।

অন্য দিকে পিছিয়ে নেই ফারহান আখতারও, চলতি মাসেই তিনিও প্রেমিকা দান্ডেকরের সঙ্গে বিয়ে সেরে ফেলছেন।

সবকিছু ঠিক ঠাক হলে ২০২০র প্রথমেই রোহন ও শ্রদ্ধা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন।

প্রসঙ্গত, রোহান ও শ্রদ্ধা একসঙ্গে খুব কম সময় কাটিয়েছেন।

একাধিক ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত শ্রদ্ধা অন্যদিকে ফটোগ্রাফির কাজে প্রায়ই নিউইয়র্কে থাকতে হচ্ছে রোহনকে।

তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার কথা যে নিছকই গুজব তা প্রমান করে দিয়েছেন শ্রদ্ধা কাপুর নিজেই।