ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন ধরেই সলমনের বিয়ে নিয়ে একটা গুজব শোনা যাচ্ছে। ভারতের প্রমোশনের সময় তিনি বলেন যে, তার অনেকদিন ধরেই বাবা হওয়ার খুব শখ। শাহরুখ ও আমির খানের সঙ্গে বাচ্চা দত্তক নেওয়ার বিষয়ে অনেক আলোচনাও করেন। তবে বিয়ে করতে নারাজ তিনি।
একমাত্র তার বাচ্চারা চাইলেই নাকি বিয়ে করবেন তিনি এমনই জানান সল্লু। সম্প্রতিই একটি সাংবাদিক বৈঠকে সলমন সোজা জানিয়েই দিলেন তার বিয়ের দিন ঠিক হয়েছে। কিন্তু সেটা তিনি জানাবেন ২৩ তারিখ।
তবে কেটে গেছে ২৩ তারিখ। এখনও অবধি বছর ৫০-এর এই অভিনেতা জানাননি তার বিয়ের ডেটের কথা। তবে সরাসরি নিজে মুখে স্বীকার না করলেও সলমনের বিয়ের কিন্তু আর দেরী নেই বলেই মনে হচ্ছে। তে পাত্রীটি কে?