ওয়েব ডেস্ক: কুকুরের চেষ্টায় নর্দমা থেকে উদ্ধার সদ্যজাত শিশু। ঘটনাটি ঘটেছে হরিয়ানার কাইথাল জেলাতে।শনিবার সকালে এক অজ্ঞাত পরিচয় মহিলা এসে নর্দমায় ফেলে দিয়ে যায় পলিথিনে মোড়া সদ্যজাতকে।
বন্যার জলে ভাসছে কাজিরাঙা, নিরাপদ আস্তানার খোঁজে বিপন্ন পশুরা
তখন সেখানে উপস্থিত বেশ কিছু কুকুর শিশুটিকে নর্দমা থেকে বের করে এনে চিৎকার শুরু করে।কুকুরের চিৎকারে স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে উদ্ধার করে শিশুটিকে।
শিশুটিকে উদ্ধার করে সদ্যজাতকে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। ডাক্তারদের তরফে জানানো হয়েছে শিশুটির অবস্থা অত্যন্ত গুরুতর। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সিসিটিভির ফুটেজ।