ওয়েব ডেস্ক: নয় নয় করে ব্যাঙ্ক থেকে উধাও ২৩ লক্ষ টাকা । তাও আবার মুখ্যমন্ত্রীর স্ত্রীর কাছ থেকে।সম্প্রতি এমনটাই ঘটেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের স্ত্রীর সঙ্গে।
মুখ্যমন্ত্রীর স্ত্রী পরীণীত কৌর নিজেও একজন সাংসদ।জানা গেছে নিজেকে ব্যাঙ্ক ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে পরীণীতি দেবীর কাছে ব্যাঙ্কের যাবতীয় ডিটেলস কথায় কথায় জেনে নেন এক যুবক।সরল মনে সমস্ত তথ্য দিয়ে দেওয়ার কিছুক্ষন পরেই হুঁশ হয় পরীণীতি দেবীর।
আরও পড়ুন : আসামবাসী আই.আই.টি.র এই কৃতি ছাত্র প্লাস্টিক কমাতে বানাচ্ছেন বাঁশের বোতল
তার কিছুক্ষনের মধ্যেই দেখা যায় মোবাইলে মেসেজ আসে।সেখানে জানা যায় তার অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ টাকা উধাও।প্রতারণার শিকার হয়েছেন জানতে পেরে তিনি পুলিশকে ঘটনাটি জানান।পাটিয়ালার এসপি মনদীপ সিংহ জানিয়েছেন, অভিযুক্ত ব্যাক্তির মোবাইল ট্র্যাক করে ঝাড়খন্ডের রাঁচি থেকে গ্রেফতার করা হয়।