Date : 2024-04-26

দেশের প্রথম বৈদ্যুতিন বর্জ্য সংগ্রাহক ক্লিনিক এবার ভোপালে

ওয়েব ডেস্ক : এবার শুধুমাত্র বাড়ির ফেলে দেওয়া অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থই নয়।এর পাশাপাশি আলাদা করে অকেজো যন্ত্রও সংগ্রহ করবে পুরসভা।ভারতে প্রথম ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু হতে চলেছে ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশনে। ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে নেওয়া হয়েছে এমনই উদ্যোগ।আপাতত তিন মাসের পাইলট প্রজেক্ট দিয়ে শুরু হবে এই ই-ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ।তারপর তা সফল হলে ছড়িয়ে দেওয়া হবে দেশের বিভিন্ন স্থানে।প্রতি বছর প্রচুর পরিমানে সাধারন বর্জ্যের পাশাপাশি ইলেকট্রনিক নানান জিনিসও ফেলে দিই আমরা।

এবার সেগুলিকে আলাদাভাবে সংগ্রহ করার কাজ করা হবে এই নতুন পদ্ধতির মাধ্যমে।এই পদ্ধতিতে বাড়ি বাড়ি গিয়ে ইলেকট্রনিক বর্জ্য তুলে আনার কাজ করা হবে।যার জন্য আলাদা ধরনের গাড়ি ব্যবহার করা হবে বা এই ধরনের বর্জ্য পদার্থ তুলতে ডাস্টবিনেরও ব্যবহার করা হতে পারে।বর্তমানে যান্ত্রিক পরিকাঠামো না থাকার কারণে সাধারন বর্জ্যের পাশাপাশি ইলেকট্রনিক বর্জ্য পদার্থও একই মেশিনে পাঠানো হয়।তবে এই ধরনের ইলেকট্রনিক বর্জ্য প্রসেস করার জন্য আলাদা পরিকাঠামো প্রয়োজন।প্রতি বছর দেশে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক বর্জ্য পদার্থ জমে যায়।তাই সাধারণ বর্জ্যের পাশাপাশি এই সব ইলেকট্রনিক বর্জ্যের নিষ্পত্তি ঘটাতে এই নতুন ধরনের উদ্যোগ।