Date : 2024-04-26

নিয়মানুবর্তিতার প্রশ্নে কড়া নির্দেশিকা ব্যারাকপুর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের

মাম্পি রায়, নিউজ ডেস্ক : স্কুল খোলার পর নিয়মানুবর্তিতার প্রশ্নে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে ব্যারাকপুর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের (DI) তরফে। এক ঝলকে দেখে নেওয়া যাক, কী বলা হয়েছে ডিআইয়ের নির্দেশিকায়ঃ 

১। মধ্যশিক্ষা পর্ষদের ‘স্কুল আওয়ার’ সংক্রান্ত নির্দেশ মেনে চলতে হবে। ওই নির্দেশ অগ্রাহ্য করলে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

২। পড়ুয়া ও শিক্ষকদের ডেলি অ্যাটেনডেন্স রিপোর্ট বাধ্যতামূলক। প্রত্যেক কাজের দিনে বেলা 11টার মধ্যে জমা দিতে হবে ওই রিপোর্ট

৩। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিদিন গুগল ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে। সময়ের মধ্যে ওই রিপোর্ট না পাঠালে, তা নিয়ম লঙ্ঘনের সামিল বলে ধরে নেওয়া হবে 

৪। 18 নভেম্বরের মধ্যে ‘বাংলারশিক্ষা’ পোর্টালের কাজ মেটাতে হবে।

পোর্টালের কাজ অসমাপ্ত থাকলে জবাবদিহি করতে হতে পারে  ব্যারাকপুর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের এই নির্দেশিকা ঘিরে ক্ষুদ্ধ শিক্ষক মহলের একাংশ। নির্দেশিকাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন, অ্যাডভান্স সোসাইটি অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি। এভাবে হুমকি চিঠি দিয়ে কাজ করানো যায় না বলে জানিয়েছেন তিনি।