Date : 2022-08-10

স্মার্টফোন ব্যবহারের কয়েকটি টিপস

ওয়েব ডেস্কঃ আজকাল সকলের হাতেই থাকে স্মার্টফোন। স্মার্টফোন ব্যবহার করে আমরা অনেক সুবিধা পায় ঠিকই কিন্তু ঘটে অনেক
বিপত্তিও। আর তার মধ্যে স্মার্টফোন ব্লাস্ট করে আগুন লেগে যাওয়ার ঘটনা প্রায়শই নজরে পড়ছে। তবে বেশিভাগ সময়েই
ইউজারের ভুল ব্যবহারের কারণেই ঘটে দুর্ঘটনা। আজকাল সব স্মার্টফোনেই রয়েছে হাই এমএএইচ ব্যাটারি এবং ফাস্ট চার্জের
সুবিধা। আর সেই কারণেও স্মার্টফোনের সুরক্ষা নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। কয়েকটি বিষয় আপনাদের সমনে তুলে


ধরা হল, যেগুলি স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে বিরত থাকবেন-
যেমনঃ-
১। ডিভাইস ড্যামেজ অবস্থাতে ব্যবহার না করা-
ডিভাইস পড়ে গিয়ে ক্র্যাক খেলে প্রথমেই সেটি ব্যবহার না করে আগে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। কারণ ডিসপ্লে বা বডি
তে জল ঢুকে গেলে ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে।
২। ডুপ্লিকেট চারজারের ব্যবহার না করা –
নিজের স্মার্টফোনে ডুপ্লিকেট চার্জার ব্যবহার না করায় ভাল। স্মার্টফোনের সঙ্গে যে চার্জার দেওয়া হয় সেটিই ব্যবহার করা
উচিত্। আর সেটি যদি কোন কারণে খারাপ হয়ে যায় তাহলে ঐ ব্র্যান্ডের একই চার্জার কেনা উচিত্।
৩। থার্ড পার্টি ব্যাটারি ব্যবহার না করা-
থার্ড পার্টি ব্যাটারি ব্যবহার না কর। কারণ এই ধরনের ব্যাটারি ব্যবহার করলে মোবাইলের সেফটির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে
পারে।
৪। স্মার্টফোনের হিট আপ হয়ে গেলে তা ব্যবহার থেকে বিরত থাকা-
স্মার্টফোনের হিট আপ হয়ে গেলে তা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। চার্জ খুলে একপাশে রেখে দিতে কিছুক্ষন পরে ব্যবহার
করা উচিত্। কিন্তু অনেকেই সেটা মানেন না। হিট আপ ফোনই ব্যবহার করেন।
৫। গাড়ির চার্জ অ্যাডাপ্টরের ব্যবহার না করা-
গাড়িতে থাকা চার্জ অ্যাডাপ্টর ব্যবহার না করাই ভাল। কারণ বেশিরভাগ গাড়িতে থাকা চার্জ অ্যাডাপ্টরই থার্ড পাটির হয়ে
থাকে। এর পরিবর্তে পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দেওয়া উচিত্ ।
৬। কখনও মোবাইল ওভারচার্জ করা উচিত্ নয়-
আমরা অনেকেই রাতে ফোন চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ি। এতে ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।


৭। সূর্যের আলোর কাছাকাছি চার্জ না দেওয়া-
ফোন চার্জ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কোন ভাবে ফোনে সূর্যের আলো না লাগে।
৮। অযাচিত প্রেশার –
চার্জ হবার সময় ফোনে অযাচিত প্রেশার দেওয়া থেকে বিরত থাকায় ভাল।


৯। এক্সটেনশন কট –
এক্সটেনশন কট দিয়ে কখনই ফোনে চার্জ দেবেন না।
১০। সার্ভিস সেন্টার –
ফোন খারাপ হয়ে গেলে কখনই লোকাল দোকানে রিপেয়ার না করিয়ে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই ভাল।
এই টিপস গুলো মেনে চললে কোনও ঝুঁকি ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে পারবেন আপনিও।