Date : 2024-04-26

নতুন দায়িত্ব পেয়েই মেডিক্যাল কলেজকে সাজাতে উদ্যোগী সুদীপ্ত রায়

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যান সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই একগুচ্ছ নয়া পদক্ষেপ নিলেন চিকিৎসক সুদীপ্ত রায়। কোন বিভাগে কোন রকম দূর্নীতি বরদাস্ত করা হবে না। এছাড়াও মেডিক্যাল কলেজকে নতুন করে তৈরি করা হবে বলে জানা গেছে।

যে যে প্রস্তাব তিনি দিয়েছেন

১.জরুরি বিভাগকে আধুনিক করতে হবে

২.৬০ থেকে বাড়িয়ে ১০০ করতে হবে কার্ডিওলজি বিভাগে শয্যা সংখ্যা

৩.সার্জারি প্রফেসরের নেতৃত্বে এমার্জেন্সি মেডিসিনের দায়িত্ব

৪.পরিষেবা বৃদ্ধি করতে হবে
নিউরো মেডিসিন, নিউরো সার্জারি নেফ্রোলজি ইউরোলজি বিভাগে।

৫.নবনির্মিত ভবনে অঙ্কোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি সহ একাধিক বিভাগ চালু করতে হবে

৬.খুব শীঘ্রই চালু করতে হবে
নিওন্যাটোলজি বিভাগ

৭.পেডিয়াট্রিক মেডিসিনের ইনটেনসিভ কেয়ারে ডিএম কোর্স চালু করতে হবে।

সুদীপ্ত রায় জানিয়েছেন এবার থেকে কোন বেনিয়ম চলবে না কলকাতা মেডিকেল কলেজে। রোগী পরিষেবাই হবে সকলের প্রধান দায়িত্ব সেটাই সব সময় অগ্রাধিকার পাবে।

এখন দেখার বিষয় এটাই যে কত দ্রুত এই সমস্ত পদক্ষেপ বাস্তবায়িত হয় কারণ কলকাতা মেডিক্যালে প্রতিদিন বহু মানুষ চিকিৎসা করাতে আসেন তাই পরিষেবার মান বাড়লে উপকৃত হবেন অগণিত রোগী এবং তার পরিবার।