Date : 2024-05-02

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়!OMR সিট নষ্ট করার পেছনে অস্পৃশ্য হাত জানতে রিপোর্ট তলব।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : বেআইনি নিয়োগ নিয়ে মামলার মধ্যেই ২০১৭ সালের টেট পরীক্ষার ও এম আর সিট নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যা শুনে বিস্মিত বিচারপতি গাঙ্গুলীর নির্দেশ, কাল দুপুর দুটোয় ওই ও এম আর সিট নষ্ট করার সিদ্ধান্ত যে বৈঠকে হয়েছিল, সেই নথি হাজির করতে হবে। একইসঙ্গে প্রাথমিক শিক্ষা দপ্তরের কোনো সিনিয়র অফিসারকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালের জ্জানুয়ারি মাসে টেট পরীক্ষা হয়। গত বছর জানুয়ারিতে ফল প্রকাশ হয়। প্রার্থীদের আর টি আই এর জবাবে এপ্রিল মাস নাগাদ পর্ষদ ও এম আর সিটের কপিও দেয়। এরইমধ্যে পর্ষদ এর একেবারে সাম্প্রতিক ফল বেরোনো টেটের ও এম আর সিট তড়িঘড়ি ধংস করার পিছনে মানিক ভট্টাচার্য্যের আরো দুর্নীতি লুকিয়ে আছে কি না, তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। ২০১৭ সালের টেট দুর্নীতি নিয়ে দায়ের হাওয়া এক মামলায় এই নির্দেশ বিচারপতির।