Date : 2024-05-19

তৃতীয় দফায় বাংলার ১৩ প্রার্থী কোটিপতি

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: শুরু হয়েছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফা। এই দফার ভোটে পশ্চিমবঙ্গ থেকে মোট প্রার্থী ৫৭ জন। এঁদের মধ্যে ১৩ জনই রয়েছেন কোটিপতি অর্থাৎ তৃতীয় দফায় বাংলার কোটিপতি প্রার্থীদের হার ২৩ শতাংশ। ১৩ প্রার্থীরই গড় সম্পত্তির পরিমাণ ১.৮৪ কোটি টাকা। পর্যায়ক্রমে তৃণমূলের কোটিপতি প্রার্থীর সংখ্যা ৩, কংগ্রেস ও আইএসএফের ২ এবং বিজেপি ও সিপিএমের ১ জন করে প্রার্থী কোটিপতি। তৃতীয় দফায় এ রাজ্যে ধনীতম প্রার্থী হলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। বিদায়ী এই সাংসদের মোট সম্পত্তির পরিমাণ ৫১ কোটি। অন্যদিকে এই দফায় সবথেকে গরিব প্রার্থী হলেন মালদা দক্ষিণের নির্দল প্রার্থী মহম্মদ জামাল শেখ। তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র মাত্র ৪১ হাজার টাকা। এই দফায় রয়েছে বাংলার একগুচ্ছ হেভিওয়েট প্রার্থী। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের নগদ রয়েছে আড়াই হাজার টাকা। তাঁর স্ত্রী রোজিনা খাতুনের নগদ সাড়ে ৬ হাজার টাকা। সেলিমের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে রয়েছে ৩২ হাজার ৬২৮ টাকা। স্ত্রী রোজিনা খাতুনের ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১৬ লক্ষ টাকা রয়েছে। মহম্মদ সেলিমের অস্থাবর সম্পত্তি ৪৮ লক্ষ টাকার। মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে মোট লগ্নির পরিমাণ ৪৭ লক্ষ ৪৯ হাজার ৮৫০ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৫ লক্ষ ৯৮ হাজার। স্থাবর সম্পত্তির পরিমাণ ২৭ লক্ষ ১০ হাজার টাকা। অন্যদিকে সেলিমের কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের মোট সম্পত্তি ৩ কোটিরও বেশি। মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর নগদ রয়েছে ৩৫ হাজার। তাঁর স্ত্রীর সায়েদা সালেহা নুরের হাতে নগদ ৩০ হাজার টাকা। ঈশার অ্যাকাউন্টে মোট ৪ লক্ষ ৬০ হাজার ও স্ত্রীর অ্যাকাউন্টে মোট ১ কোটি ৭০ লক্ষ টাকা আছে। শেয়ার বাজারে প্রার্থীর লগ্নি ২ লক্ষ ২৫ হাজার টাকা। সব মিলিয়ে ঈশা খান চৌধুরীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯ লক্ষ ৭০ হাজার ৫৫৬ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি ১ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ৮১২ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৮ লক্ষ ১০ হাজার ৩৬৮ টাকা। মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর নগদ ৮৭ হাজার টাকা। স্ত্রী মঞ্জু মুর্মুর নগদ ১৫ হাজার টাকা। এই দম্পতির ব্যাঙ্কে অ্যাকাউন্টে আছে মোট ৮ লাখ টাকা। জমি, মালদার বাড়িসহ মোট ৩২ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে খগেনের স্ত্রীর নামে। খগেনের গাড়ির দাম ৩১ লাখ ৫০ হাজার। স্ত্রীর গাড়ির দাম ৪ লক্ষ। স্ত্রীর সোনার গয়না রয়েছে ৪ লক্ষ টাকার। ১৯ লক্ষ টাকার কৃষি জমি রয়েছে খগেনের নামে। খগেনের মোট বিনিয়োগের পরিমাণ ২১ লক্ষ ৯০ হাজার ও তাঁর স্ত্রীর ১৭ লক্ষ টাকা। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সব মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তি ৫০ লক্ষ ৫২ হাজার ১৪১ টাকার। তাঁর স্ত্রী মামন বন্দ্যোপাধ্যায়ের ৯৫ লক্ষ ৭২ হাজার ৯৫৯ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।

আরও পড়ুন : এক নজরে তৃতীয় দফার চার কেন্দ্র