ওয়েব ডেস্ক:- দুটি শিশু দিব্যি দু হাত দিয়ে ঘুরিয়ে যাচ্ছে, আর একটি শিশু লাফিয়ে লাফিয়ে খেলছে, খেলাটার নাম লাফদড়ি। খেলার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়! বিষয়টি খেলা মনে হলেও আদৌ নিশ্চিন্ত হওয়ার নয়। ভালো করে খেয়াল করলেই ভিডিও ভাইরাল হওয়ার নেপথ্যে কাহিনী স্পষ্ট হবে আপনার কাছে। আপাত দৃষ্টিতে দেখা লাফদড়ি আসলে একটি আস্ত সাপ।
যদিও নিশ্চিন্ত হওয়ার বিষয়, আস্ত সাপ আসলে মৃত। ভিডিওটি তোলা হয় ভিয়েতনামের কয়েকজন শিশুর জাম্পিং রোপ খেলার সময়।
সাপটি প্রায় ৬ ফুট লম্বা। শিশুদের মধ্যে থেকেই কোন একজন সঙ্গী এই ভিডিওটি তুলে ভাইরাল করে।
ইউটিউবে ভিডিয়ওটিতে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ১৯ হাজারেরও বেশি ভিউ হয়েছে। ভিডিয়ওর সাপটি বিষধর কিনা তা জানা যায়নি। সাপটির মৃত্যু কিভাবে হয়েছে তাও জানা যায়নি।